বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১১

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি গ্যারেজে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা চট্টগ্রাম নগরের হালিশহরের ঈদগাহ এলাকায়। এতে ১৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে গ্যারেজে আগুন লাগে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জনাব, মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে গ্যারেজে আগুন লাগে।
পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ১৯টি অটোরিকশা পুড়েছে। পাশাপাশি একজন ব্যক্তি আহত হয়েছেন।
গ্যারেজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত গ্যারেজে আসেন। পরে একটি অটোরিকশা বের করতে পেরেছেন। বাকিগুলো চোখের সামনেই পুড়ে অঙ্গার হয়ে গেছে। গ্যারেজে ১০ জনের সিএনজিচালিত অটোরিকশা ছিল। সবাই পথে বসেছেন।