বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৩৩

আগুনে পুড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে নওগাঁর মান্দায় একটি বাড়ি সম্পূর্ণরুপে ভস্মীভূত এবং বাড়ির মালিক সমসের আলী(৬০) এর মৃত্যু হয়েছে। সমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত. সুবিদ আলীর ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার মান্দা উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রান্না ঘরের চুলা থেকে যেকোনো ভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের আলী ঘটনাস্থলেই মারা যান।
তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রীসহ এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার ২ ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করতেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।