ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুরে নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আরো ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন গাজীপুরে উদ্বোধন এবং ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব, আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
এ উপলক্ষ্যে নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শাখাওয়াত খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্ মন্ডল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ খালিদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের আওয়ামীগের আহবায়রক মো: জান্নাতুর রহমান জান্নাত, সদস্য সচিব বাবু কৃষ্ণ চন্দ্র দাস, নীলের পাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো: নাসির উদ্দিন মোল্যা প্রমূখ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।