শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৪

মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার হাসপাতালে ৫৩ জনের মৃত্যু এবং ঢাকার বাইরে মারা গেছেন ৮১ জন।
২১ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা।
চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছিল। এখন সব মিলিয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা অনেক বেশি। দুই সপ্তাহ ধরে ঢাকার চেয়ে বাইরে শুধু রোগী নয়, বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও।
দেশের বিশেষায়িত স্বাস্থ্যসুবিধার বেশির ভাগই ঢাকা শহরকেন্দ্রিক। এ পরিস্থিতিতে ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন।