বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

অপহরণ ও ধর্ষণের দায়ে কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কন্যাশিশুকে শেরপুরের নালিতাবাড়ীতে অপহরণের পর ধর্ষণের দায়ে বাবু মিয়া ও সহযোগী বাবুর বাবা মোফাজ্জলের সশ্রম কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ধর্ষণের দায়ে বাবুকে যাবজ্জীবন (৩০ বছর) ও অপহরণের দায়ে (১৪ বছরের) সাজা দেওয়া হয়। উভয় সাজা একই সাথে চলবে। এই অপরাধে বাবুকে সহযোগিতা করার অপরাধে বাবুর আত্নীয় লুৎফা বেগম নামে অপর এক নারীকে আরও (১৪ বছরের) কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাবা, কামরুন নাহার রুমী এই রায় ঘোষণা করেন। দণ্ডিত বাবু নালিতাবাড়ী উপজেলার বনপাড়া গ্রামের বাসিন্দা।
রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট জনাব, গোলাম কিবরিয়া বুলু।