শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২৮

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে,গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।
এরা হচ্ছে- স্থানীয় জাহিদুল ইসলামের ছেলে সানি (৯) এবং ইব্রাহিমের ছেলে স্বাধীন (১০)। সানি একটি হেফজখানার এবং স্বাধীন জে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বানারহাওলা (দাউরা) এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ও স্থানীয়রা জানান, সানি ও স্বাধীন প্রতিবেশী। দুপুর ১২ টার দিকে তারা খেলাধুলা করতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই জনের মৃতদেহ পাওয়া যায়।