ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রিফাত আহমেদ নামে (৭) বছরের এক শিশু কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যাচর গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
রিফাত শিমুল কান্দি ইউনিয়নের মধ্যাচর গ্রামের কামাল মিয়ার ছেলে বলে জানা যায়।
জানা যায়, বিকেলে রিফাত আহমেদ গ্রামের ছেলেদের সাথে ডোবার পানিতে খেলা করছিল। খেলা করতে গিয়ে একপর্যায়ে পানির ভিতরে গর্তে পড়ে যায়। সাথে থাকা ছোট ছেলেদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।