বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

সার্বজনীন পেনশন স্কিমের উপর অবহিতকরণ সভা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : সার্বজনীন পেনশন স্কিমের উপর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
“সার্বজনীন পেনশন করুন, নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করুন ” এ প্রতিপাদ্যকে ধারন করে
গৌরনদী উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে সার্বজনীন পেনশন স্কিমের উপর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব, মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, খাদ্য বিষয়ক কর্মকর্তা অশোক কুমার চৌধুরী,সমাজসেবা কর্মকর্তা মোঃ তুহিন, সমবায় অফিসার আফসানা শাখী, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, সিসিডিবি এর এরিয়া ম্যানেজার সদীপন খীসা, এনজিও ডিএইচডিও এর নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা সহ গৌরনদী উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”