ডেইলি ক্রাইম বার্তা : বরিশালের গৌরনদীতে “থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ এ প্রতিবাদ্য কে বুকে ধারন করে দেশের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ, উদ্যোক্তা তৈরি ও দক্ষ শ্রমশক্তি রপ্তানির লক্ষ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব, ইমরান আহমদ এমপি। মন্ত্রী মহোদয় বলেন, জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আপনাদের এলাকা থেকে দক্ষ মানুষ বিদেশ পাঠানোর জন্য গৌরনদীতে ৩৭ কোটি টাকা বিনিয়োগ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিমার্ণ করেছেন। বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসি, মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব, মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম, যুগ্মসচিব এবং টিটিসি প্রকল্প পরিচালক জনাব, মোঃ সাইফুল হক চৌধুরী, বরিশাল পুলিশ সুপার জনাব, ওয়াহিদুল ইসলাম, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী গৌরনদী মডেল থানার অফিসার্স ইনর্চাজ মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা। শেষে চত্বরে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”