বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৯

হিজামাহ থেরাপি ও চিরোপ্যাথী সেন্টারের নগরকান্দায় শুভ উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা : ঔষধ বিহীন চিকিৎসা হিজামাহ থেরাপি ও চিরোপ্যাথী সেন্টার এখন ফরিদপুরের নগরকান্দায়।
শুক্রবার উপজেলা সদর বাজারের ছাগলদি স্টান্ড সংলগ্ন শাহিদ মাস্টারের বাড়ির দ্বিতীয় তলায় হিজামাহ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রাক্তন শিক্ষক শাহিদুজ্জামান শাহিদের সভাপতিত্বে ও হিজামাহ থেরাপি সেন্টারের পরিচালক সাজ্জাদ হোসেন কুমকুম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ, জাহিদুল ইসলাম অনিক, মুন্সি সিরাজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও গণমাধ্যম কর্মীরা।
জানা যায়, নগরকান্দা হিজামাহ সেন্টারে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সকাল ৭ টা থেকে রাত আটটা পর্যন্ত চিকিৎসা সেবা পাওয়া যাবে এই হিজামাহ চিরোপ্যাথি সেন্টার থেকে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”