শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০৩

ঝগড়া থামাতে গিয়ে আহত গৃহবধূর মৃত‌্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আহত জয়গুন বেগম না‌মে এক গৃহবধূ মারা গে‌ছেন। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, র‌বিবার উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের গোড়াই রঘুরায় মিয়াজীপাড়া গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রা‌মের মোজাম্মেল হকের স্ত্রী। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত শ‌নিবার সকা‌লে ওই গ্রা‌মের সরজ উদ্দিনের ছেলে আলম বাদশা ও তার স্ত্রী শিউলী বেগ‌মের ম‌ধ্যে পা‌রিবা‌রিক দ্ব‌ন্দ্বের সৃষ্টি হয়। এসময় প্রতি‌বে‌শি মোজাম্মেল হকের স্ত্রী জয়গুন বেগম (৪৪) উভয়‌কে নিবৃত্ত করার চেষ্টা ক‌রেন।
ঘটনার এক পর্যা‌য়ে আলম বাদশার হাতে থাকা বাঁশের লা‌ঠি স্ত্রী শিউলী বেগ‌মের দি‌কে ছুঁড়ে মা‌রলে লক্ষ‌্যভ্রষ্ট হ‌য়ে জয়গুন বেগ‌মের মাথায় লা‌গে। প‌রে এলাকাবাসী তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় পল্লী চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে আস‌লে চি‌কিৎসক ওই গৃহবধূর মাথায় ৬‌টি সেলাই দেন।
এ ঘটনার প‌রের দিন র‌বিবার সকা‌লে ওই গৃহবধূ মারা যান। খবর পেয়ে পু‌লিশ বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় আলম বাদশা পালিয়ে গেলে তার বাবা সরজ উদ্দিনকে (৫৫) আটক করে পুলিশ।
উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আলম বাদশার বাবা‌কে জিজ্ঞাসা‌বা‌দের জন‌্য নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। ত‌বে রাত সা‌ড়ে ৯টার দি‌কে এ‌ রি‌পোর্ট লেখা পর্যন্ত মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে ব‌লেও জানান এ কর্মকর্তা।