বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৮

স্যালুটিং ডায়াসের উদ্বোধন বরিশালের গৌরনদী মডেল থানায়।

ডেইলি ক্রাইম বার্তা : স্যালুটিং ডায়াস ও ব্রিফিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে বরিশাল জেলার গৌরনদী মডেল থানায়। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ডায়াসের উদ্বোধণ করেন বরিশাল জেলা পুলিশ সুপার জনাব, মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাবা, শারমিন সুলতানা রাখী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, এস আই মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। শেষে জেলা পুলিশ সুপার থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন করে থানার সার্বিক কর্মকান্ড পরিদর্শন করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”