বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:১৯

মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফরিদপুরে ট্যাব বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা : মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসা পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ৮ জুলাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য জনাব, শাহাদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। অন্যাদের মধ্যে ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিসংক্ষান(তদন্ত) রায়হান মোল্লা, শিক্ষক,অভিভাবক,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি, মেধাবী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি ট্যাব বিতরন করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”