বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬

উচ্ছেদ অভিযানে জমি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ একর জমি উদ্ধার করেছেন অবৈধ দখলদারদের কাছ থেকে ঢাকা জেলা প্রশাসন। বুধবার রাজধানীর কামরাঙ্গীর চর ও সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জনাব, শেখ ফজলে নূর তাপস। উদ্ধারকৃত জমির বাজারমূল্য ৫২০ কোটি টাকা বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে অনেক খাস সম্পত্তি আছে। খাস জলাশয় আছে। কিছু বেস্টেড প্রপার্টি জলাশয়ও আছে। এগুলো উদ্ধারে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে অভিযানে নেমেছি। এগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জনাব, শেখ ফজলে নূর তাপস বলেন, জেলা প্রশাসন সরকারি জমিগুলোকে চিহ্নিত করেছেন। আমাদের একটি মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। সেই আলোকে এই জলাধারগুলোকে সংরক্ষণের মাধ্যমে নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে।