বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:০২

এক শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে কুমিল্লার চান্দিনায় আয়ান মুন্সী নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত আয়ান উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বুড়িমুড়া পূর্বপাড়ার প্রবাসী হৃদয় মুন্সী ও গৃহিণী শিমু আক্তারের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল।
সবার অগোচরে ঘরের পেছনে বসতঘরের নির্মাণের জন্য মাটি উঠনো হয়েছিল এমন একটি গর্তের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর ওই গর্তের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী নবাবপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।