বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৪

ভারতের দেওয়া ঈদ উপহার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতের দেওয়া ‘ঈদ উপহার’ ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছায়। নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় কিছুটা সমস্যা দূর হবে রেল যোগাযোগে। বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে উল্লেখ করে এদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, দেশ দুটির সম্পর্ক একই সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের মেলবন্ধনে আবদ্ধ এবং উন্নয়ন পথের সহযাত্রী। মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি ভারত-বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে ছিল আগামীতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত এ হাই কমিশনার। (২৭ জুলাই) দুপুরে ভারত সরকারের অর্থায়নে নির্মিত নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালীবাড়ি মন্দিরের পুননির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।