বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:৫৮

জাতীয় হিফজুল কুরআন তেলাওয়াত হামদ-নাত প্রতিযোগিতা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় হিফজুল কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
শিক্ষার আলো ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার আলো ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এএইচএম বেলাল বিন নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, এস এম আফজাল হোসেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হালিম,
গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, জীবন বীমা কর্পোরেশন গৌরনদীর ইনচার্জ মোঃ কাওছার হোসেন।
প্রতিযোগীতায় বিচারক ছিলেন, (ঢাকা থেকে আগত) হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা আবু সাঈদ, হাফেজ মাওলানাআলী হায়দার সরকার,
হাফেজ মাওলানা শেখ রাসেল, হাফেজ মাওলান মোঃ ফাহিম আহমাদ, হাফেজ মোঃ মিরাজুল ইসলাম।
প্রতিযোগীতায় ১০টি মাদ্রাসার ২৮৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিযোয়ীদের হাতে ইয়েচ কার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
২য় রাউন্ডের বিভাগীয় পর্যায় প্রতিযোগিদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরোবর্তি তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান, গৌরনদী উপজেলা হিফজুল কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতার আহবায়ক, ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল বাসার।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”