বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২৬

পুলিশের সেবা নিন এবং নিরাপদে থাকুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক :
(ঈদে স্বাস্থ্য বিধি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনা)
 ঈদের সময় করোনা সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলুন। বেড়াতে যাওয়া ও অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকুন।

 সম্ভব হলে পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকুন। এলাকার পরিচিত পশু বিক্রেতার নিকট হতে পশু ক্রয় করুন।

 জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যাথাসহ কোনো প্রকার অসুস্থতা নিয়ে পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকুন। শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের হাটে নিয়ে যাওয়া থেকে বিরত থকিুন।

 বাড়ির বাইরে সবসময় মাস্ক ব্যবহার করুন। পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় রাখুন। অধিক ভিড় এড়িয়ে চলুন।

 পশুর হাট থেকে বাড়ি ফিরে অবশ্যই সারা শরীরে ভালোভাবে সাবান মেখে গোসল করুন এবং ব্যবহৃত কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

 কোরবানির পশু জবাই করার পর ঐ স্থানটি ভালোভাবে পরিষ্কার করে বিøচিং পাউডার ছিটিয়ে দিন। জবাই করা পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলে আপনার পরিবেশ নষ্ট করবেন না।

 পৌর এলাকায় জবাই করা পশুর বর্জ্য এমনভাবে রাখুন যাতে পরিচ্ছন্ন কর্মীরা সহজেই সেগুলো নিয়ে যেতে পারে। গ্রাম বা মফস্বল এলাকায় জবাই করা পশুর রক্ত ও বর্জ্য ভালো করে মাটি চাপা দিয়ে রাখুন।

#পুলিশের সেবা নিন নিরাপদে থাকুন।
স্থানীয় পুলিশের সহায়তা পেতে এবং অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও থানার ডিউটি অফিসারের নম্বর সংগ্রহে রাখুন।

জরুরি প্রয়োজনে পুলিশ, এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সেবা পেতে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন।

এছাড়াও বাংলাদেশ পুলিশের যেকোনো নম্বর জানতে ভিজিট করুন ঃ https://www.police.gov.bd/en/unitContact

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি