রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৪৭

নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (২৫ জুলাই) এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপি। ডিএমপি জানায়, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, কোরবানির হাটের জন্য স্বাস্থ্য বিধি, কাঁচা চামড়া পাচার রোধ এবং ক্রয়-বিক্রয়কালে ব্যবস্থা, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও ঈদ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।