বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩১

‘সি পোর্ট’ ব্যবহার আইফোনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাপলের আইফোনের চার্জার বদলে যাচ্ছে। স্মার্টফোনের এক ধরনের চার্জার নীতি মেনে আইফোনের পরবর্তী সংস্করণগুলোতে সি পোর্টের চার্জারে চার্জ দেয়ার ব্যবস্থা থাকবে। এত দিন অ্যাপলের নিজস্ব লাইটেনিং পোর্টে চার্জ দিতে হতো আইফোনে। তবে অ্যাপলের মার্কেটিং ডিরেক্টর গ্রেগ জস উইয়াক জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন স্মার্টফোনের চার্জার-সংক্রান্ত যে নীতি এনেছে, তা মানতে বাধ্য হয়েছে তারা।
ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছিল, সমস্ত স্মার্টফোনের চার্জার একই রকম হতে হবে। এই নিয়ম আগামী বছরের গোড়া থেকেই কার্যকর হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তাই আইফোন নির্মাতারা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। তাঁরা জানিয়েছেন, আইফোন ১৫ হতে চলেছে অ্যাপলের প্রথম আইফোন, যাতে সি পোর্ট চার্জার ব্যবহার করা যাবে। যদিও বিশেষজ্ঞদের একাংশ এ-ও মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ কার্যকর হতে হতে আরো এক বছর লেগে যেতে পারে। সে ক্ষেত্রে হয়তো ২০২৪ সাল থেকেই সব স্মার্টফোনের এক ধরনের চার্জার নীতি সব দিক থেকে কার্যকর হবে।