মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৯

স্বর্ণসহ পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কেজি ৫১ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ যশোরের শার্শায় কওছার আলী (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়।
কওছার আলী উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ অধিনায়ক মেজর জনাব, ফরিদ আহমেদ জানান, গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাবে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী কওছার আলীকে আটক করে। মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম, বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা। তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।