শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৩

যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শারীরিক ও যৌন নিপীড়নের অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তুলারাম পাল (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নির্যাতিত ছাত্রী তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে এবং তুলারাম নেকমরদ ভকরগাঁও গ্রামের খিতিষ চন্দ্র পালের ছেলে।
এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলারাম পালকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এসএম জাহিদ ইকবাল।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জনাব, এস এম জাহিদ ইকবাল জানান, মঙ্গলবার ২৫ অক্টোবর অভিযোগের ভিত্তিতে ওই রাতেই থানায় মামলার পরে তুলারাম পালকে গ্রেফতার করা হয়। পর দিন (বুধবার) দুপুরে আসামিকে জেলা জেলহাজতে পাঠানো হয়।