মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

বাজারের দোকান আগুনে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৭টি দোকান আগুনে পুড়ে গেছে, আর এই ঘটনা নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে। শনিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌমুহনী বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে এক ঘণ্টা পর আগুন আয়ত্তে আনে এবং এরই মাঝে ১৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।