ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ-পাবনা রেলপথের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি জনাব, হুমায়ুন কবির মৃধা জানান, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।