রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৫

বাসচাপায় এক নারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই বাসের মাঝে চাপা পড়ে রাজধানীতে হালিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার গুলিস্তানে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম দক্ষিণ কেরানীগঞ্জের আইন্ছা গ্রামের লাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, আজ সকাল ৯টায় হালিমা বেগম বাসা থেকে বার্ডেম হাসপাতাল যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। গুলিস্তান নামতেই দুই বাসের মাঝে চাপা পরেন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এবং তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।