ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সবজিবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ চার জন নিহত হয়েছেন, আর এই ঘটনা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায়। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের রায়পুরা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া (৫৫), একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম (৩৫)। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি এবং তিনিও সিএনজির যাত্রী ছিলেন।
ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।