ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে বরগুনার তালতলীতে মো. তপু নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বগীরহাট গ্রামে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু তপু ওই গ্রামের রিয়াজ মাতুব্বরের ছেলে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, তপুর মা প্রতিদিনের মতো সকালেও সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় তপু খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তপুকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্বজনরা তার মৃত্যুদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
তালতলী থানার ওসি জনাব, কাজী সাখাওয়াত হোসেন বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।