রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩৭

পুকুরের পানিতে ডুবে বাউফলে এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে পটুয়াখালীর বাউফলে মোসা. বুশরা আক্তার(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নওমালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৈশাদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আবুল বশার মৃধার মেয়ে বুশরা সকলের অগোচরে ঘরের সামনের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের ঘরের জান্নাত আরা সুমি শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন খান নিশ্চিত করেছেন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”