ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে মাদারীপুরের কালকিনি উপজেলায় হাফিজা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে কালকিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু হাফিজা পাঙ্গাশিয়া এলাকার গফুর হাওলাদারের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ওসি জনাব, মো. শামিম হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।