ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে রংপুর মহানগরীতে। স্থানীয় ও পুলিশ জানায়, এতে ট্রাকের হেলপার নিহত এবং আরেক চালক আহত হয়েছেন। আহত চালক ও নিহত হেলপারকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হাছনাবাজার সংলগ্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হেলপার আলমগীর হোসেন রংপুর নগরীর মডার্ন মোড় এলাকার বাসিন্দা। আহত ট্রাকচালক জালাল মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
এ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশা মাসুদ আলম।