মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:২১

নৌকাডুবিতে তিনজনের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাতপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসমিন (৭), একই গ্রামের রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩) এবং কিশোরগঞ্জ শহরের তারাপাশা গ্রামের শামীম (৩২)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।