মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৫০

ঝুলন্ত মরদেহ উদ্ধার গৃহবধূর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাজকিরা বেগম (৩৪) নামে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নেজামপুর ইউনিয়নের কাজলকেশর ভাঙ্গাদীঘি গ্রামে স্বামী আজিজুল হকের বাড়ির নিকট একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় নাইলনের রশির ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি জনাব, মিন্টু রহমান বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ওই গৃহবধূর গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।