ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া শিশু আজ মঙ্গলবার ভোরে আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনা চট্টগ্রাম ইপিজেড এলাকার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল করিম।
তিনি বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও তাদের এক সহযোগীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে গ্রেপ্তার তিন জন জানিয়েছেন, দম্পতি শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।