শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:২৩

বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে নেত্রকোনায়, ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এই বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ আগস্ট সকাল সাড়ে ১১ টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আশরাফ আলী খান খসরু।
পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীনসহ আরো অনেকে।
এর আগে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষমেলার ফিতা কাটেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”