ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ বোতল ফেনসিডিল সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বরিশালের ২৫ নং ওয়ার্ড নগরীর রুপাতলী বাসষ্টান্ডে।
(বিএমপি) গোয়েন্দা শাখার জোন-২ এর টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ই আগাস্ট বুধবার রাত ০১ টায় (বিএমপি) কোতয়ালী মডেল থানাধীন নগরী ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী বাস স্ট্যান্ড (ঝালকাঠী টিকেট কাউন্টার সংলগ্ন) জনৈক মোঃ হালিম শরীফ এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন এবং এ সময় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
যাদের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয় সেই মাদক ব্যবসায়ীরা হলেন ১) মোঃ ইকরামুল ইসলাম (৩৮) পিতা- হবিবার রহমান গাইন, মাতা- মোসাঃ নাজমা বেগম, সাং- বোয়ালিয়া, ০৫নং ওয়ার্ড, কেড়াগাছি ইউপি, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা। ২) মোঃ জিয়ারুল ইসলাম (৩১) পিতা- মৃতঃ আব্দুল আজিজ, মাতা- মোসাঃ ফুলবানু বিবি, সাং- দেয়াড়া, ০৫নং ওয়ার্ড, দেয়াড়া ইউপি, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা এবং তাদের কাছ থেকে ১০ (দশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”