ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেল থেকে ঢাকার পান্থপথে সদ্য এমবিবিএস পাস করা জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ আগস্ট) রাতে খবর পেয়ে পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন জান্নাতুল ও রেজাউল। এরপর রাতে খবর পেয়ে হোটেলটির চতুর্থ তলার একটি কক্ষের বিছানার ওপর থেকে জান্নাতুলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, নিহতের পরিবারের কাছ থেকে শুনেছি, রেজাউল তাদের পূর্বপরিচিত এবং জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।