ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারের গুদামে বগুড়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই গুদামে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ করা হয়। রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের গুদামে এই অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার জব্দ করাসহ অবৈধভাব মজুদারির কারণে গুদামটি সিলগালা এবং সার পরিবহন কাজে ব্যবহৃত দু’টি ট্রাক আটক করা হয়েছে।
অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এরুলিয়া ইউপি চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।