শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১১

ধর্ষন মামলা তুলে না নেয়ায় নগরকান্দায় বাদীর বাড়ীতে হামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষন মামলা তুলে না নেয়ায় ফরিদপুরের নগরকান্দায় ধর্ষিতার বাড়ীতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আসামীদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ধর্ষিতার বাবা দৃষ্টি প্রতিবন্ধী, দাদা ও দাদীকে মারপিট করে এবং বাড়ী ভাংচুর করে। রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধর্ষনের ঘটনার পর থেকে আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি এবং এই হামলার ঘটনায় ভূক্তভোগীরা অভিযোগ করলে, অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা ফরিদপুর”