শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৭

লাশ উদ্ধার হয়েছে এক প্রবাসীর স্ত্রীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ আর এই ঘটনা মাদারীপুরের কালকিনিতে। আজ সোমবার সকালে কালকিনি পৌর এলাকার ৪নম্বর ওয়ার্ডের চরঝাউতলা গ্রামের নিজ ঘরে থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম খাদিজা আক্তার (২৭)। তিনি কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের সৌদিপ্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমরা খবর পেয়ে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।