বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

টিলা ধসে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টিতে টিলা ধসে সিলেটের জৈন্তাপুর উপজেলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গোলাম দস্তগীর আহমদ বলেন, টিলার নিচে মাটি সমান করে ঘর বানিয়ে তারা থাকতেন। জায়গার মাটি নরম। গাছপালাসহ টিলা ধসে পড়ে ঘরের ওপর। এতে পরিবারের চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে এবং
সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত হবে কি না- এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো।