রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১৭

আওয়ামী মৎস্যজীবী লীগের নেত্রকোনায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আওয়ামী মৎস্যজীবী লীগের নেত্রকোনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজী মোকাদ্দেস হোসেন রতন, আহবায়ক নেত্রকোনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, সভা পরিচালনা করেন আলমগীর কবির, সদস্য সচিব আওয়ামী মৎস্যজীবী লীগ নেত্রকোনা জেলা শাখা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক বদন চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজি কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, যুবলীগ নেতা এ কে এম আজহারুল ইসলাম অরুণ যুবনেতা সুমন মজুমদার, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক, ইকবাল হোসেন, অজয় সরকার, কিরন আহম্মেদ, আদনান সানি, জেলা মৎস্যজীবী লীগসহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”