ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সম্মেলনের নির্দেশনা দেয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে। মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক জনাব, ওবায়দুল কাদের। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠক সূত্র জানাযায়, ছাত্রলীগের সম্মেলনের জন্য ছাত্রলীগের সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, ওবায়দুল কাদের।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজ-কালের মধ্যে তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেন জনাব, ওবায়দুল কাদের।