ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারত থেকে অবৈধ পথে আনা ১০০ পিস মোবাইল সেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাফর সাদেক জয়, আর এই ঘটনা সিলেটে। তার সঙ্গে আক্তার হোসেন ও লিমন মিয়া নামে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার পীরের বাজার শাহ সুন্দর মাজার গেট থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (১৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা ভারত থেকে এভাবে মোবাইল নিয়ে এসে সিলেটে ব্যবসা করেন।