রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:২৯

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত নেত্রকোনায় নানা আয়োজনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনায় জাতির পিতার চেতনার ম্যুরাল কমপ্লেক্স স্থাপন উদ্ধোধন করা হয়েছে (১৭ মার্চ) সকালে।
জাতির পিতা তার জীবনে ছয়বার এই জেলায় আগমন করেছেন। জাতির পিতার প্রতি হাজারো জনতার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মুক্তিযুদ্ধ ও শিল্প সাহিত্যে সংস্কৃতির রণভূমি নেত্রকোনা জেলায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন স্থায়ী ম্যুরাল কমপ্লেক্স স্থাপন উদ্ধোধনে প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব, কে এম আলী আজম।
এসময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) জনাব, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সচিব (শিল্প ও শক্তি বিভাগ) জনাব, এ কে এম ফজলুল হক, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জল বিকাশ দত্ত, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,পুলিশ সুপার আকবর আলী মুনসী জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ চেয়াম্যান প্রশান্ত কুমার রায়,পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমিন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার প্রমূখ।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চেতনার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপনও সৌন্দর্য বর্ধনে বঙ্গবন্ধু ও মুক্তি যুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষৎ প্রজন্ম থেকে প্রজন্মে সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে চেতনার বাতি ঘর প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”