শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪

গরমের অনুভূতি বেড়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরমের অনুভূতি বেড়েছে কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে। আগামী দুই দিন এমনই থাকবে। এরপর দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য পাওয়া যায়।
পূর্বাভাসে বলা হয়, গতকাল সন্ধ্যায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। আজ শনিবার ও আগামীকাল রবিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দুই দিন পর তাপমাত্রার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে কিছু দিন গরমের অনুভূতি বাড়তে পারে।