শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৬

পুলিশের কাছে এক প্রতারক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোহাম্মদ আলী মনির নামে এক প্রতারক পুলিশের জালে গ্রেফতার হয়েছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার দিনগত রাতে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া এলাকার ভারত সীমান্তবর্তী থেকে তাকে গ্রেফতার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।
জানা যায়, গত ছয় মাসে প্রায় ৩৪৫ জন গ্রাহকের সাথে মহা প্রতারণা করে আসছেন এই ব্যক্তি। তাদের থেকে হাতিয়ে নিয়েছেন কমপক্ষে ৩০ লক্ষ টাকা।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা চত্বরে প্রেস-ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ওসি জনাব, মো. ওয়াহিদুজ্জামান।