রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিভিন্ন পদে ৭৩৮ জন নিয়োগের বিজপ্তি প্রকাশ করেছে।
আবেদনের সময় : আবেদন শুরু ১৬ জানুয়ারি থেকে। চলবে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
‘ক’ শ্রেণিভুক্ত পদ : সিস্টেম ইঞ্জিনিয়ার পদ ২১টি, মেট্রোলজিস্ট পদ ৪টি, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ পদ ৫টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করপোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং পদ ৪টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদ ২৫টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদ ৩টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস পদ ৫টি, মেডিক্যাল অফিসার ৩টি, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস) পদ ১টি।
‘খ’ শ্রেণিভুক্ত পদ : এয়ারক্রাফট মেকানিক পদ ৩০টি, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার পদ ৩টি, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ১০টি, প্লানিং অ্যাসিস্ট্যান্ট পদ ৭টি, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ ১০০টি, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ ৩০টি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ১০টি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৪টি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ২০টি, অডিট অ্যাসিস্ট্যান্ট পদ ৫টি, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট ৪টি, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট পদ ২টি, জুনিয়ার এয়ারকন মেকানিক পদ ১টি, জুনিয়র ওয়েল্ডার জিএসই ২টি, জুনিয়র পেইন্টার জিএসই পদ ২টি, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই ২টি, জুনিয়র এমটি মেকানিক ৯টি।
‘গ’ শ্রেণিভুক্ত পদ : জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদ ১৯টি, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) পদ ১৭টি, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদ ১০টি, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদ ৪০টি।
‘ঘ’ শ্রেণিভুক্ত পদ : সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) পদে ১০০টি, কার্গো হেলপার/ট্রাফিক হেলপার পদ ২০০টি, এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) পদ ৪০টি।
আবেদন ফি : ক শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিভুক্ত পদের ফি ৩৩৬ টাকা এবং ঘ শ্রেণিভুক্ত পদের ফি ১১২ টাকা।