রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩৩

দুই পক্ষের সংঘর্ষ হয়েছে রাস্তার কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামে। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২২জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ গ্রামের হাকিম উল্লার ছেলে ছাইমউদ্দিন ও একই গ্রামের উস্তার উল্লার ছেলে আব্দুল হকের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
বানিয়াচং থানার ওসি জনাব, এমরান হোসেন জানান, পারিবারিক রাস্তা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।