শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫১

বসতঘরে আগুন বাউফলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি দোতলা কাঠের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আর এই ঘটনা পটুয়াখালীর বাউফলে। (২০ জানুয়ারি) বৃহস্পতিবার শেষরাতের দিকে উপজেলার ৪ নং কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। দোতলা কাঠের ঘরটির খুঁটি ও টিন পুরে দুমরে মুচরে পড়ার বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী মো. কামাল হোসেন, মো.আলতাফ হোসেন, সাহিদা বেগম ও শান্তা বেগম দৌড়ে এসে উচ্চ স্বরে চিৎকার শুরু করেন কিন্তু বসতঘরের মালিক বাড়িতে না থাকায় তখন প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। দীর্ঘ ৫-৬ ঘণ্টা পর আনুমানিক সকাল ৭ দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই করে দেয়।
এ বিষয় বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”