মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫

এক যুবকের মরদেহ কুয়ার মধ্যে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরেন্দ্রের পাম্পের কুয়ার মধ্যে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে আর এই ঘটনা দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকার। আজ বুধবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
নিহত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু খুঁজতে লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। স্থানীয়রা খোঁজ অব্যাহত রাখায় আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পানির পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে তাদের সদস্য পাঠায়।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন, একজন যুবকের মরদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বিএসএফ সদস্যদেরকে জানানো হয়েছে। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি সীমান্তসংক্রন্ত নয় এবং এটি একটি অপমৃত্যু।